ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বে একদিনে প্রায় পাঁচ লাখ মানুষ করোনা আক্রান্ত

প্রকাশিত: ২২:৪৯, ২৪ অক্টোবর ২০২০

বিশ্বে একদিনে প্রায় পাঁচ লাখ মানুষ করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ বাড়তে থাকায় ইউরোপজুড়ে জার্মানির ভ্রমণ সতর্কতা জারি হয়েছে। আর একদিনেই ইউরোপে ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত। এছাড়া চিকিৎসায় প্লাজমার তেমন কার্যকারিতা মেলেনি ভারতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রেমডেসিভির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সারাবিশ্বে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন। মারা গেছেন ১১ লাখ ৪৬ হাজার ৭৫৭ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৭৬৫ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৯৭ লাখ ৩২ হাজার ১৩৪ জন। যাদের মধ্যে ৭৫ হাজার ১৫৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৪ লাখ ৭৯ হাজার ৩১২ জন সংক্রমিত হয়েছেন, যা একদিনে সংক্রমণের ক্ষেত্রে বিশ্বরেকর্ড। নতুন করে আরও ৬ হাজার ৪৭২ জন মারা গেছেন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। করোনায় পর্যুদস্ত ইউরোপে জার্মানি তাদের আশপাশের দেশগুলোতে ভ্রমণ সতর্কতা জারি করেছে। ইউরোপের দেশগুলোতে কোভিড-১৯ এর প্রকোপ সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। জার্মানির অবস্থাও নাজেহাল। দেশটিতে রেকর্ড ভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান আক্রান্ত হয়েছেন। ওদিকে বেলজিয়ামেও পররাষ্ট্রমন্ত্রী ভাইরাস আক্রান্ত হয়ে আছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে। স্পেনে বহু অঞ্চলেই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জার্মানি কর্তৃপক্ষ প্রথমবারের মতো একদিনে রেকর্ড ১০ হাজারেরও বেশি রোগী শনাক্তের তথ্য জানিয়েছে। এ পরিস্থিতিতেই সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া ও ইতালির রোমসহ কয়েকটি স্থানে ভ্রমণ সতর্কতা জারি করেছে বার্লিন। করোনা মহামারীর প্রথম ধাপ সামাল দিয়ে জার্মানি বিশ্বে বহু দেশের কাছে মডেল হয়ে উঠেছিল। কিন্তু এবার মহামারীর দ্বিতীয় ঢেউ দেশটি একইভাবে সামলাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জার্মানির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউটের প্রধান লোথার উইয়েলার বলেছেন, সামগ্রিক পরিস্থিতি খুবই মারাত্মক হয়ে উঠেছে। তবে তারপরও ভাইরাস সংক্রমণের গতি কমিয়ে আনার সুযোগ এখনও আমাদের হাতে আছে। সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশগুলোতে নতুন কড়াকড়ির পদক্ষেপ নেয়া হচ্ছে। মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অনেক দেশই লকডাউন এড়িয়ে বরং মাস্ক পরা বাধ্যতামূলক করে, কার্ফ্যু দিয়ে কিংবা রেস্তরাঁ ও জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। ইউরোপে একদিনেই রেকর্ড শনাক্ত ॥ সংক্রমণের উর্ধগতিতে হিমশিম খাওয়া ইউরোপে একদিনেই দুই লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দশ দিনের ব্যবধানে মহাদেশটিতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও দ্বিগুণ হয়েছে। প্লাজমার কার্যকারিতা কার্যকর নয় ॥ কোভিড-১৯ রোগীদের সম্ভাব্য চিকিৎসায় তথাকথিত কনভালেসেন্ট প্লাজমা বা সেরে ওঠা রোগীদের রক্তের ব্যবহার তেমন একটা কার্যকর নয় বলে ভারতে দেখা গেছে। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল-বিএমজেতে শুক্রবার প্রকাশিত ভারতের ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলের বরাতে তথ্যটি জানা গেছে। রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন ॥ কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ব্যবহারের জন্য গিলিয়াড সায়েন্সেসের ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডেসিভিরের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ফুড এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। এফডিএর এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাওয়া প্রথম ও একমাত্র ওষুধ হলো রেমডেসিভির। এটি শিরায় প্রয়োগ করা হয়। মার্কিন ট্রাম্পের করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়েছিল। অবশ্য, গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, তাদের বৈশ্বিক গবেষণায় রোগীদের ক্ষেত্রে রেমডেসিভিরের যথেষ্ট প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি।
×