ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ২২:২১, ২৪ অক্টোবর ২০২০

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী পূর্বপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই, তার স্ত্রী ও ছেলে মিলে বড় ভাই ফজলুল হককে (৬৫) মারধর ও ইট দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা বেগমকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ফজলুল হক ব্রাহ্মন্দী পূর্বপাড়ার মৃত গণি মিয়ার ছেলে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বিকেলে ঝড়ের সময় ছোট ভাই এবাদুলাহর বাড়ির একটি কলাগাছ বড় ভাই ফজলুল হকের ব্যবহৃত একটি পাস্টিকের বালতির উপর পড়লে তা ভেঙে যায়। এ জন্য সে তার ছোট ভাই এবাদুলাহকে নতুন বালতি কিনে দিতে বলেন। এ নিয়ে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ছোট ভাই এবাদুলাহ (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাকিব মিলে ফজলুল হককে মারধর করে। ছোট ভাই এবাদুলাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বড় ভাই ফজলুল হক মারা যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় এবাদুলাহর স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এবাদুলাহ ও তার ছেলে সাকিব পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
×