ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্জন

সাত শতাধিক শিক্ষককে অনলাইনে প্রশিক্ষণের রেকর্ড

প্রকাশিত: ২১:৫৪, ২৪ অক্টোবর ২০২০

সাত শতাধিক শিক্ষককে অনলাইনে প্রশিক্ষণের রেকর্ড

ক্যারিয়ার্সহাব বাংলাদেশ প্রথমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজকে সঙ্গে নিয়ে ‘Digital Transformation In Education To Win IR 4.0’ ফ্রি প্রশিক্ষণ প্রদান সম্পূর্ণ হয়েছে। ক্যারিয়ার্সহাব বাংলাদেশ ছয়টি ব্যাচের মাধ্যমে এই ৪০০০ শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ দিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে প্রশিক্ষণের শেষ ব্যাচে প্রায় সাত শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেছেন। যা এটুআইএর ইতিহাসে নতুন একটি রেকর্ড। এই ‘Digital Transformation In Education To Win IR 4.0’ প্রশিক্ষণটি পরিচালনা করেছেন ক্যারিয়ারর্সহাব বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিইও হেমী হোসাইন। হেমী হোসাইন একজন আন্তর্জাতিক স্পিকার এবং লেখক, বাংলাদেশে ২০১৭ সালে তিনি ‘বর্ষসেরা তরুণ উদ্যোক্তা’ হিসেবে মনোনীত হন। তার বই ‘FIRE YOUR BOSS’ বেশ সমাদৃত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মার্কেটে এবং এটি এখন একটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বই। এটুআইএর সহযোগিতায় এই সেশনে অংশ নেয়া দেশের প্রত্যন্ত অঞ্চল বা জেলা শহরের শিক্ষকবৃন্দ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে সরকারকে ধন্যবাদ জানান। আয়োজনটি নিয়ে হেমী হোসেইন বলেন, ‘আমার স্বপ্ন ছিল দেশের সবচেয়ে সম্মানের মানুষগুলো নিয়ে কাজ করার, সরকার ও আমার বাংলাদেশী প্রতিষ্ঠান ক্যারিয়ার্সহাব বাংলাদেশ আমাকে এই সুযোগ দিয়েছে। আমি খুবই আনন্দিত যে সম্মানিত শিক্ষকদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে সরাসরি এই ট্রেনিংয়ে আমি যুক্ত হয়ে তাদের বর্তমান নানা বিষয় জানতে পেরেছি, চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের জানাতে পেরেছি, শিক্ষাকে ডিজিটাল মাধ্যমে কতটা সুন্দরভাবে আনা যায় তা সম্পর্কে আমার চিন্তা বিভিন্নভাবে বোঝাতে পেরেছি। আশা করি শীঘ্রই দেশের শিক্ষকদের সঙ্গে আরও নানা আয়োজনে নিজেকে সম্পৃক্ত রাখতে পারব এবং সে ধরনের পরিকল্পনাই আমরা নিয়েছি।’
×