ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আবেগময় মুহূর্তের ম্যুরাল

প্রকাশিত: ২১:৪৫, ২৪ অক্টোবর ২০২০

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আবেগময় মুহূর্তের ম্যুরাল

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগময় মুহূর্তের ম্যুরাল স্থাপন করা হয়েছে বিভাগীয় শহর বরিশালে। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দেশের মধ্যে সর্ববৃহৎ এ ম্যুরালটি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বরিশালবাসীর উপহার হিসেবে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার পরে ম্যুরাল স্থাপনের উদ্যোক্তা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আনুষ্ঠানিকভাবে ম্যুরালটি উন্মোচন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রমতে, দেশের মধ্যে সর্ববৃহত এ ম্যুরালের উচ্চতা ৫০ ফুট ও প্রশস্ত ৪০ ফুট। ঢাকার চারুকলার অভিজ্ঞ শিল্পীরা টানা দেড় মাস দিনরাত সমান তালে পরিশ্রম করে দৃষ্টিনন্দন ও আবেগময় ম্যুরালটি নির্মাণ করেছেন। মুর্যাল উন্মোচনের আগে ওইদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একইদিন সন্ধ্যার পরে আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উদ্যাপন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সূত্রে আরও জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে ও মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ম্যুরালটি নির্মিত হয়েছে। দৃষ্টিনন্দন এ ম্যুরালটি দেখে মনে হচ্ছে এ যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদরের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। ম্যুরালের পেছন রয়েছে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সবুজ ও লালের মিশ্রণে জাতীয় পতাকার প্রতিকৃতি। পুরো বঙ্গবন্ধু অডিটরিয়ামকে ঘিরে নির্মিত এ ম্যুরালের নক্সা তৈরি করেছেন ঢাকার চারুকলার অভিজ্ঞজনরা। আর ম্যুরালের রূপ দিয়েছেন চারুকলার শিল্পী রুদ্র। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, নবনির্মিত এ ম্যুরালটি ইতিহাস-ঐতিহ্যের মুক্তিযুদ্ধের চেতনায় বরিশাল শহরকে জাগিয়ে তুলেছে। ম্যুরালটির চিত্র রূপকার চারুকলার শিল্পী রুদ্র জনকণ্ঠকে বলেন, বিদেশী উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙ্গের টুকরা দিয়ে এটি চিত্রায়িত করা হয়েছে। চারজন সহযোগীকে নিয়ে দীর্ঘ ৪৫ দিন ও রাত পরিশ্রম করে এর নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, পুরো দেশের মধ্যে এ ম্যুরালটি হচ্ছে জাতির পিতার সবচেয়ে বড় ম্যুরাল। এর আগে এত বড় ম্যুরাল অন্য কোথাও নির্মাণ করা হয়নি। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক আবেগময় মুহূর্তের ম্যুরাল তৈরির জন্য মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সাধুবাদ জানিয়েছেন। ইতোমধ্যে ম্যুরালটিকে নিয়ে বরিশালবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রশংসিত করে ফেসবুকে অনেকেই ম্যুরালের ছবি পোস্ট করেছেন। সচেতন বরিশালবাসীর মতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালটি মুক্তিযুদ্ধের চেতনায় বরিশাল শহরকে জাগিয়ে তুলেছে।
×