ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিঁয়া তৈরি হয়ে যাও বলছিলেন বিরাট

প্রকাশিত: ২১:৩০, ২৪ অক্টোবর ২০২০

মিঁয়া তৈরি হয়ে যাও বলছিলেন বিরাট

স্পোর্টস রিপোর্টার ॥ আমিরাতে এবারের আইপিএলে বল হাতে দাপট দেখাচ্ছে পেসাররা। এ পর্যায়ে সেরা পাঁচ উইকেট শিকারির চারজনই দ্রুতগতির বোলার- কাগিসো রাবাদা (২১ উইকেট, দিল্লী), মোহাম্মদ শামি (১৬, পাঞ্জাব), জাসপ্রিত বুমরাহ (১৫, মুম্বাই) ও জোফরা আর্চার (১৫, রাজস্থান)। সমান ১৫ উইকেট নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লেগস্পিনার যুবেন্দ্র চাহালও। ৯ উইকেট নিয়ে দলটির সেরা পেসার ক্রিস মরিস। সেখানে মাত্র ৪ ম্যাচে সুযোগ পাওয়া মোহাম্মদ সিরাজের শিকার ৬ উইকেট। কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দেয়ার দিনে তার বোলিং বিশ্লেষণ ৪-২-৮-৩! এদিনই প্রথম বল হাতে স্ট্রাইকিংয়ে মরিসের পার্টনার হয়েছিলেন। তাতেই গড়েছেন ইতিহাস। আইপিএলে দুটি মেডেন নেয়ার ঘটনা আর দ্বিতীয়টি নেই। মরিসের প্রথম ওভারটি দেখেই আবুধাবীর পিচের আচরণ বুঝে ফেলা বিরাট কোহলি সিরাজকে ডেকে বলেন, ‘মিঁয়া তৈরি হয়ে যাও।’ অধিনায়কের প্রতি কৃতজ্ঞ সিরাজ ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বলেন, ‘বিরাট ভাইকে অশেষ ধন্যবাদ। নেটে নতুন বলে অনুশীলন করেছিলাম। তার ফলই পেলাম।’ আর অধিনায়ক কোহলি বলেন, ‘হ্যাঁ শুরুতেই সিরাজের হাতে বল দেয়ার পরিকল্পনা ছিল না। ও উইকেটের ফয়দা কাজে লাগিয়ে দুর্দান্ত বল করেছে।’ গত বছর সিরাজকে সুযোগ দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি, ‘গত বছর ও ভাল ছন্দে ছিল না। এ বছর ও অনেক পরিশ্রম করেছে। নেটে নিয়মিত বল করেছে, তারই ফল পেতে শুরু করেছে।’ দশ ম্যাচে সাত জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ব্যাঙ্গালুরু। অন্য দলে পেসাররাই যেখানে নিয়ামক হয়ে উঠেছেন, সীমিত সুযোগে সিরাজের এই জ্বলে ওঠা বিরাটকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। হায়দরাবাদে জন্ম নেয়া ২৬ বছর বয়সী ডানহাতি এ পেসার ৬২ ম্যাচের ক্লাব টি২০তে নিয়েছেন ৮৫ উইকেট। ভারত জাতীয় দলের হয়ে খেলেছেন ৩ টি২০ ও ১টি ওয়ানডে।
×