ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিনের লক্ষ্য

প্রকাশিত: ২১:২৯, ২৪ অক্টোবর ২০২০

সালাউদ্দিনের লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার ঢাকার বেরাইদের ফর্টিজ ফুটবল একাডেমি পরিদর্শন করতে যান বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ফুটবল শুরু করাটাই এখন তার মূল লক্ষ্য। হারার ভয়ে ফুটবল শুরু না করলে তো আর খেলা মাঠে গড়াবে না- এমন মন্তব্য করেন তিনি। তার কথায়, ‘নেপালের ম্যাচ খেলা নিয়ে দুই রকম স্টেটমেন্ট আছে। একটা হলো ফুটবলাররা দীর্ঘদিন অনুশীলনে নেই। আমরা খেলায় হারতে পারি। এটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। কারণ ছ’মাস ধরে ফুটবলাররা খেলে না। একেকজন আমার মতো মোটা হয়ে গেছে। ফিটনেস নাই। এটাই সত্য। হারার একটা ভয় আছে। হারলে জনগণ বলবে আমি নির্বাচন করে এসেছি। এসেই হেরেছি। আমার চিন্তা-ভাবনা অন্য রকম। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আমার বাসায় এসেছিলেন। আমার সঙ্গে দু’ঘণ্টা কথা হয়েছে। আমার চিন্তা-ভাবনা ভিন্ন, খেললে হারজিত আছেই। কিন্তু আমি যদি হারব এই ভয়ে ফুটবলই শুরু না করি তাহলে তো ফুটবল শুরু হবে না।’
×