ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘অভিমানী’ নাটকে শর্মিলী ও সজল

প্রকাশিত: ২১:২৭, ২৪ অক্টোবর ২০২০

‘অভিমানী’ নাটকে শর্মিলী ও সজল

সংস্কৃতি ডেস্ক ॥ নির্মাতা সুব্রত সঞ্জীব শর্মিলী আহমেদ ও সজলকে নিয়ে একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘অভিমানী’। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শূটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন,‘অভিমানী’ নাটকটির গল্প এবং এতে আমার চরিত্র খুব পছন্দ হয়েছে। আমরা যে বয়সে এসে পৌঁছেছি এই বয়সটাকে গুরুত্ব দিয়ে চরিত্র ভাবা হয় খুব কম। কিন্তু এই নাটকের নাট্যকার যেমন ভেবেছেন ঠিক তেমনি পরিচালক সুব্রত সঞ্জীবও আমার চরিত্রটি নিয়ে যথেষ্ট ভেবেছেন। যে কারণে কাজটি করেও বেশ ভাল লেগেছে। আর এ নাটকে আমার সহশিল্পী হিসেবে ছিল সজল ও মৌসুমী। সজল এর আগেও আমার সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছে। খুব ভাল ছেলে সজল। তার আদব-কায়দা, তার আন্তরিকতা সত্যিই আমাকে মুগ্ধ করে। বিশেষ করে শূটিং স্পটে আলাদা কেয়ার করার বিষয়টিও মনে শান্তি দেয় যে আমাদের সেই সজল এখন কত পরিণত, অভিনয়ও করছে মন দিয়ে আবার সহশিল্পীদের প্রতি বিশেষত আমার মতো মুরব্বি যারা তাদের খেয়ালও রাখছে। সজল বলেন, শর্মিলী মা’র সঙ্গে কাজ করতে সব সময়ই আমার ভীষণ ভাল লাগে। সত্যি বলতে কী তারা তো আমাদের দেশের নাটকের, সিনেমার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত থাকা গুণীজন। তাদের সঙ্গে কাজ করতে পারাটাই আসলে সৌভাগ্যের। এই বয়সে এসেও শর্মিলী মা এখনও এত চমৎকার অভিনয় করেন, তাতে সত্যিই বারবার মুগ্ধ হই। ‘অভিমানী’ নাটকেও আমাদের দু’জনের বিশেষত তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করবে। পরিচালক জানান, শীঘ্রই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
×