ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবি অফিস খোলা সপ্তাহে মাত্র দুই দিন ॥ ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৮:০৭, ২৩ অক্টোবর ২০২০

জাবি অফিস খোলা সপ্তাহে মাত্র দুই দিন ॥ ভোগান্তিতে শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা ॥ করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান ছুটির কারণে বন্ধ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম গতিশীল রাখতে প্রশাসনিক কার্যক্রম চালুর উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু সপ্তাহে মাত্র দুইদিন অর্ধদিবস অফিস খোলা রাখায় বাড়ছে কাজের চাপ। আটকে থাকছে গুরুত্বপূর্ণ ফাইল ও সার্টিফিকেট। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। জানা যায়, ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল করতে অফিস আদেশ জারি করে প্রশাসন। অফিস আদেশে বলা হয়, ১২ জুলাই ক্যাম্পাস অথবা ক্যাম্পাসের পাশ্ববর্তী এলাকায় বসবাসকারী জনবল দিয়ে স্বল্প পরিসরে (রবি ও বুধবার) সকাল ৯.৩০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক স্ব-স্ব অফিসে প্রয়োজনীয় কার্য সম্পাদন করানো যাবে। তবে ঢাকা, জগন্নাথ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খোলা থাকছে সপ্তাহে ৫ দিন (রবি থেকে বৃহস্পতি)। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খোলা সকাল ১০ টা থেকে ৪ টা এবং বৃহস্পতিবার ১০ টা থেকে ১ টা পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস চলছে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত, চট্টগ্রাম বিম্ববিদ্যালয় (চবি) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলছে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। সপ্তাহে মাত্র দুই দিন অফিস খোলা থাকার কারণে বিভিন্ন অফিসে জমা হচ্ছে ফাইলের পাহাড়। বিভিন্ন চাকুরী পরীক্ষার আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রয়োজন হচ্ছে সার্টিফিকেট। এদিকে বিপাকে পড়ছে স্কলারশীপের কাগজে স্বক্ষর করতে আসা, সার্টিফিকেট তুলতে আসা ও বিদেশ পড়তে যাওয়ার জন্য সার্টিফেকেট ভেরিফাই করতে আসা শিক্ষার্থীরা। দুপুর দুইটার মধ্যে কাজ করতে না পারলে তাকে আরও তিন-চারদিন বেশি অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া জটিলতা সৃষ্টি হচ্ছে দাফতরিক ও প্রশাসনিক কাজে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, কোনো ফাইল স্বাক্ষর করাতে হলে কোনো কোনো ক্ষেত্রে লেগে যাচ্ছে ২৫ থেকে ৩০ দিন। প্রথমে সেটি রেজিস্ট্রারের কাছে যায়, তারপর পরবর্তী কর্মদিবেসে সেটি যায় উপ-উপাচার্যের কাছে। শেষে যায় উপাচার্যের কাছে। অফিস সপ্তাহে মাত্র দুইদিন খোলা থাকার কারণে একটি ফাইল পুরোপুরি প্রস্তুত হতেই প্রায় এক মাস সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এছাড়া ল্যাবরেটরীর যন্ত্রপাতি সংরক্ষণের জন্য দুই দিন যথেষ্ট না বলেও জানান বিভিন্ন ল্যাবরেটরীর টেকনিশিয়ান। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হক সোহাগ তার মাস্টার্সের সার্টিফিকেটের জন্য আবেদন করেন গত ৪ অক্টোবর। তিনি জানান, “ সার্টিফিকেট নেয়ার জন্য ২১ কার্যদিবস অপেক্ষা করার কথা বলা হয়েছে। সপ্তাহে অফিস খোলা থাকে মাত্র দুই দিন। সে হিসেবে সার্টিফিকেট পেতে সময় লাগবে প্রায় দুই মাস। অনেকেই বিভিন্ন চাকুরির আবেদন বা জরুরী কাজের জন্য গ্রাম থেকে সার্টিফিকেট নিতে আসেন। যেহেতু আবাসকি হলগুলো বন্ধ তাদের জন্য এই লম¦া সময় ক্যাম্পাস বা এর আশেপাশে অবস্থান করা কষ্টসাধ্য।” এ বিয়য়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, “আমরা এ বিষয়টি নিয়ে ভাবছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মদিবস অথবা অথবা কর্মঘন্টা বাড়ানোর বিষয়ে ভাবছে। বিশ্ববিদ্যালয় দুই দিন খোলা থাকলেও আমরা জরুরী কাজের জন্য প্রায় প্রতিদিনই অফিসে আসছি।”
×