ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ অক্টোবর ২০২০

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী পুলিশ সুপার’এর পরে এবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে তিনি নিজেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর করিব জানান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ পিপিআর ল্যাবের হতে প্রাপ্ত রির্পোটে করোনা পজেটিভ আসে নীলফামারী জেলা পুলিশের এই কর্মকর্তার। পাশাপাশি নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)’এর সহধর্মিনী ও তার ছোট ভাই এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)’এর সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, তারা সকলেই নিজ বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। বুধবার(২১ অক্টোবর/২০২০) নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) মহোদয় করোনায় আক্রান্ত হন। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নীলফামারী জেলার গতকাল বৃহস্পতিবারের ১৬জনের নমুনা পরীক্ষায় নতুন করেন ৬জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। অন্যান্য আক্রান্তদের মধ্যে রয়েছে শহরের সার্কিট হাউজ এলাকার এক পুরুষ(৩৩) ও ধনিপাড়ার এক নারী(৩০)। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৫ জনে।
×