ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ অক্টোবর ২০২০

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর পল্লীতে অগ্নিকাণ্ডে ৪ পরিবারের ১২টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রূপালী কেশবা কলেজ পাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা ধান, চাল নগদ টাকা, আসবাব পত্র পুড়ে ছাই হয়। এ ছাড়া শতাধিক হাঁস মুরগী ও একটি ছাগল অগ্নিদদ্ধ হয়ে মারা যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারীভাবে ত্রান বিতরণ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই পাড়ার সিরাজুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ওই এলাকার হামিদুল ইসলাম, এনামুল ইসলাম, রেয়াজুল ইসলাম, আজিজুল ইসলামের বাড়িঘর পুড়ে যায়। খবর পেয়ে কিশোরীগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে ওই এলাকার আরো ৫০টি পরিবার রক্ষা পায়। উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিটের টিম লিডার দারাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
×