ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইরান কি সত্যিই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে?

প্রকাশিত: ১১:৩০, ২৩ অক্টোবর ২০২০

ইরান কি সত্যিই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে?

অনলাইন ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে অবস্থিত ইরানি মিশনের মুখপাত্র আলী রেজা মিরইউসেফি বলেছেন, “মার্কিন দাবি ভিত্তিহীন। ইরান কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না বরং মার্কিন যুক্তরাষ্ট্রই অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে থাকে।" তিনি আরও বলেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কোনো আগ্রহই আমাদের নেই। মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের কাছে গুরুত্ব বহন করে না। ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাটক্লিফ অভিযোগ উত্থাপনের পর আলী রেজা মিরইউসেফি এ কথা বললেন। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, বিশ্বের সামনে এটা স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগও মার্কিন নির্বাচন পদ্ধতির নিরাপত্তার বিষয়ে সেদেশের ভোটারদের মধ্যে অনাস্থা সৃষ্টির চেষ্টার অংশ। তিনি ইরানের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ ধরণের অভিযোগকে তিনি ভয়ানক বলে অভিহিত করেন। এর আগেও ইরানের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাটক্লিফ এবার অভিযোগ করেছেন, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের কিছু তথ্য হাতে পেয়েছে ইরান। এমনকি তিনি দাবি করেছেন, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক ভোটারদের কাছে হুমকি দিয়ে ই-মেইল পাঠাচ্ছে তেহরান। তার দাবি, ট্রাম্পের সুনাম নষ্ট করতে এমনটি করা হচ্ছে। জন র্যাটক্লিফ আরও দাবি করেছেন, ই-মেইলগুলো কট্টরপন্থী ট্রাম্প সমর্থক একটি গ্রুপের কাছ থেকে পাঠানো হয়েছে বলে দেখানো হয়েছে। অস্থিরতা উসকে দেওয়ার উদ্দেশ্যেই এগুলো পাঠানো হয়েছে বলে তিনি দাবি করেন। তার এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
×