ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনা রোগী ৪ কোটি ১৯ লাখ

প্রকাশিত: ১১:০৪, ২৩ অক্টোবর ২০২০

বিশ্বে করোনা রোগী ৪ কোটি ১৯ লাখ

অনলাইন ডেস্ক ॥ সর্বনাশা করোনা থামছেই না। গোটা বিশ্ব আজ কোভিড ১৯-এর দাপটে কোণঠাসা। বিশ্বব্যাপী সংক্রমণ ইতিমধ্যে ৪ কোটি ১৯ লাখ ছাড়িয়ে গেছে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এ সংস্থার তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মারা গেছেন ১১ লাখ ৪২ হাজার ৭৪৪ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৪৪২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১১ লাখ ৮৭ হাজার ২৩১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার আগে আসে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে এখন পর্যন্ত এই মহামারীতে আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৫৮ হাজার ৩১৪ জন নাগরিক। প্রাণহানি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৩৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৪৭ হাজার ৩৯৭ জন। যুক্তরাষ্ট্রের পরই সংক্রমণে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৯ হাজার ৬৪০ জন। মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ লাখ ৭ হাজার ৩৩৬ জন। মোট সুস্থের সংখ্যা ৬৯ লাখ ৪৬ হাজার ৩২৫। মৃত্যুতে দ্বিতীয় ও আক্রান্তে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৩২ হাজার ৬৩৪। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৯৬২ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৮৫ হাজার ২৯৭ জন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলতি বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করে।
×