ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ২৩:৫৭, ২৩ অক্টোবর ২০২০

অষ্টম শ্রেণির পড়াশোনা

১১। কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খন্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে কী বলে? উত্তর : অঙ্গজ প্রজনন ১২। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কী বলে? উত্তর : কৃত্রিম অঙ্গজ জনন ১৩। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের কী বলে? উত্তর : টিউবার ১৪। কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিন্ডের ন্যায় আকার ধারণ করে, এদের কী বলে? উত্তর : বুলবিল ১৫। কোন উদ্ভিদের পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়? উত্তর : পাথরকুচি ১৬। উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো- উত্তর : ফুল ১৭। একটি আদর্শ ফুলের কয়টি অংশ রয়েছে? উত্তর : ৫টি ১৮। ফুলের সবগুলো স্তবক থাকলে তাকে কী বলে? উত্তর : সম্পূর্ণ ফুল ১৯। ফুলের কোনো একটি স্তবক না থাকলে তাকে কী বলে? উত্তর : অসম্পূর্ণ ফুল ২০। ফুলের বৃন্ত থাকলে তাকে কী বলে? উত্তর : সবৃন্তক ২১। ফুলের বৃন্ত না থাকলে তাকে কী বলে? উত্তর : অবৃন্তক ২২। ফুলের সর্ব বাহিরের স্তবককে কী বলে? উত্তর : বৃতি ২৩। ফুলের বৃতির রং সাধারণত কোন রঙের হয়? উত্তর : সবুজ রঙের ২৪। ফুলের বৃতি খন্ডিত না হলে তাকে কী বলে? উত্তর : যুক্ত বৃতি ২৫। ফুলের বৃতি খন্ডিত হলে তাকে কী বলে? উত্তর : বিযুক্ত বৃতি
×