ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুগলবন্দী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২৩:৫১, ২৩ অক্টোবর ২০২০

যুগলবন্দী আলোকচিত্র প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ আজ থেকে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে দেশের প্রথিতযশা আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ ও তার সহধর্মিণী রায়না মাহমুদের যুগলবন্দী আলোকচিত্র প্রদর্শনী। ধানম-ির গ্যালারি চিত্রক-এ ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বেলা ৪.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। আজ বিকেল পাঁচটায় প্রদর্শনীটি উদ্বোধন করবেন এদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানি। প্রদর্শনীর ব্যাপারে আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ জানান, এক সঙ্কটময় সময়ে প্রদর্শনী আমরা করতে যাচ্ছি। একটা গুমোট পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রয়াস। তবে পুরো প্রদর্শনীতে কড়াকড়িভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। আমি ও আমার স্ত্রী রায়না মাহমুদ দুজনই পেশাগতভাবে আলোকচিত্র শিল্পী। আমি বহুবার একক প্রদর্শনী করলেও (এবারেরটাসহ ১৯তম) একসঙ্গে কোন প্রদর্শনী আমাদের করা হয়নি। তাই এবারের প্রদর্শনীতে অন্যরকম ভাললাগা কাজ করছে। আপনারা জানেন আমার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। তা না হলে ২০১৯ সালের অক্টোবরে আমাদের এ প্রদর্শনীটি করার কথা ছিল। সবার দোয়া, সহযোগিতা ও ভালবাসায় তার ব্যয়বহুল চিকিৎসা সফলতার পথে এগিয়েছে। এজন্য আল্লাহ ও আমার শোভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে এখন অনেকটাই সুস্থ। তবে চিকিৎসা চলমান। আমাদের প্রদর্শনীর বেশ কিছু আলোকচিত্রের অগ্রিম বুকিং পেয়েছি যা মনের মধ্যে সাহস সঞ্চার করেছে। আশা করি সবাই প্রদর্শনীটি দেখতে আসবেন এবং নিজের পছন্দের ছবিটি সংগ্রহ করবেন। আমাদের এ কাজে এগিয়ে এসেছে আইএফআইসি ব্যাংক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল প্রতিষ্ঠানটির প্রতি। প্রদর্শনী জুড়ে নিশ্চিত করা হবে নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি।
×