ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুদানে ইসরাইলী বিমানের হঠাৎ অবতরণ

প্রকাশিত: ২৩:৪৭, ২৩ অক্টোবর ২০২০

সুদানে ইসরাইলী বিমানের হঠাৎ অবতরণ

ইসরাইলের একটি যাত্রীবাহী বিমান সুদানের রাজধানী খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সুদান সফরের সময় এ ঘটনা ঘটে। আরব আমিরাত ও বাহরাইনকে অনুসরণ করে সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে- এ সংক্রান্ত ব্যাপক জল্পনার মধ্যে ইসরাইলী বিমানের সুদান যাওয়ার খবর প্রকাশ পেল। সাধারণত পদস্থ ইসরাইলী কর্মকর্তারা ব্যবহার করেন এমন একটি বিমান খার্তুম বিমানবন্দরে অবতরণ করে এবং কয়েক ঘণ্টা অবস্থানের পর সেটি ওই বিমানবন্দর ত্যাগ করে। সুদান জানিয়েছে, কালো তালিকা থেকে বাদ দেয়ার বিষয়টিকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক করার সঙ্গে সম্পর্কযুক্ত করে দেয়া ঠিক হবে না। দ্রুত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের বিষয়ে সুদানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। -ওয়েবসাইট
×