ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অরুণাচলে আধাসামরিক বাহিনীর ওপর হামলায় নিহত এক

প্রকাশিত: ২৩:৪৬, ২৩ অক্টোবর ২০২০

অরুণাচলে আধাসামরিক বাহিনীর ওপর হামলায় নিহত এক

ভারতের অরুণাচল রাজ্যের মিয়ানমার সীমান্তবর্তী তিরাপ জেলায় আধাসামরিক বাহিনী অসম রাইফেলসের একটি টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় অসম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। খবর এনডিটিভি অনলাইনের। মঙ্গলবার অসম রাইফেলসের একটি পানিবাহী গাড়ির ওপর গ্রেনেড হামলা চালানো হয়। তারপরে গাড়িটি লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। এই ঘটনায় এক জওয়ান নিহত ও অপর একজন আহত হয়। মিয়ানমার সীমান্তবর্তী অরুণাচলের তিন জেলা তিরাপ, লংডিং এবং চ্যাংলাংয়ে দীর্ঘদিন থেকেই ভারতের বিতর্কিত সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন চালু আছে। এতে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোসহ ব্যাপক ক্ষমতা দেয়া রয়েছে। এসব অঞ্চলে সক্রিয় রয়েছে ভারতে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। অসম ও নাগাল্যান্ডে সক্রিয় এসব গোষ্ঠীর কোন কোনটির আস্তানা রয়েছে মিয়ানমারের অভ্যন্তরে।
×