ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে মাশরাফির

প্রকাশিত: ২৩:১৯, ২৩ অক্টোবর ২০২০

মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে মাশরাফির

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আক্রান্ত হয়ে তিন সপ্তাহ গৃহবন্দী ছিলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সে কারণে অনুশীলনও করেননি অন্য ক্রিকেটারদের মতো। আর তাই প্রস্তুতি ঘাটতির কারণে খেলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ৩ দলের প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজে। কিন্তু জানিয়েছিলেন এই সিরিজটা চলার সময়ই অনুশীলন শুরু করে দেবেন। তার লক্ষ্য আগামী মাসে ৫ দল নিয়ে অনুষ্ঠিতব্য টি২০ লীগে খেলা। কিন্তু অনুশীলনে ফিরতে পারেননি মাশরাফি। ফেরার প্রক্রিয়ায় ৩ দিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার। সে কারণেই আপাতত মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল মাশরাফির। এত ঝড়-ঝাপটায় প্রস্তুতি ঘাটতি, ফিটনেস ঘাটতির জন্য বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেননি তিনি। তবে জানিয়েছিলেন নবেম্বরে বিসিবি যে ৫ দলের টি২০ লীগ আয়োজন করবে সেখানে খেলবেন। তাই মাশরাফির নাম খসড়া তালিকায়ও রাখা হয়েছে। সে জন্য প্রেসিডেন্টস কাপ চলার সময়ই অনুশীলন শুরুর কথা ছিল মাশরাফির। কিন্তু মাঠে ফেরার আগেই ইনজুরি। ৪ দিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। গত কয়েকদিন ধরে সকালে সিটি ক্লাব মাঠে ফুটবল খেলে আসছিলেন মাশরাফি। এর একফাঁকে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান অভিজ্ঞ এই ক্রিকেটার। চোট পাওয়ায় আর রানিং করেননি তিনি। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে। রানিংয়ের সময় ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে। কি কি করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি। চতুর্থদিন একটা স্ক্যান করিয়ে নিলে ভাল হয়। তাহলে আমরা বুঝতে পারব কতটুকু আঘাত পেয়েছে।’
×