ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দু’দিন পেছাল ফাইনাল

প্রকাশিত: ২৩:১৯, ২৩ অক্টোবর ২০২০

দু’দিন পেছাল ফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ৩ দলের ওয়ানডে সিরিজ বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথমদিন থেকেই বৈরী আবহাওয়া সমস্যা তৈরি করেছে। রাউন্ড রবিন লীগপর্বের দুই ম্যাচে ওভার কমিয়ে আনতে হয়েছে বৃষ্টির কারণে। বাকি ম্যাচগুলোও বিলম্বে শেষ হয়েছে বৃষ্টির বাগড়ায়। লীগপর্বের শেষ ম্যাচটিতে হয়েছে সবচেয়ে বড় সমস্যা। অঝোর বৃষ্টিতে আড়াই ঘণ্টারও বেশি বন্ধ ছিল খেলা। আবহাওয়া পূর্বাভাস অনুসারে টানা ৩ দিন এমন পরিস্থিতি থাকবে ঢাকায়। এ কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপের নির্ধারিত ফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে না। বিসিবি বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে ফাইনাল ম্যাচ ২ দিন পিছিয়ে আগামী রবিবার অনুষ্ঠিত হবে। তবে সময় ও ভেন্যু ঠিক থাকছে। নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ দিবারাত্রির ফাইনালে মুখোমুখি হবে বেলা ১টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ ফাইনালে মুখোমুখি হওয়ার জন্য দু’দলই প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফাইনালের মতো একটি ম্যাচ বিনষ্ট হওয়ার ঝুঁকি নেয়নি বিসিবি। যেহেতু আবহাওয়া পূর্বাভাস বলছে বৃষ্টি হবে আরও ২ দিন। সে জন্য ২ দিন পরই ফাইনালের সময় নির্ধারণ করেছে বিসিবি। পিছিয়ে গেলেও অবশ্য ফাইনাল ম্যাচটি সরাসরি টিভিতে সম্প্রচারের সিদ্ধান্তে বিসিবি আগের জায়গাতেই আছে।
×