ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জবি সঙ্গীত বিভাগে এক বছরেও ফল প্রকাশ হয়নি ৪র্থ বর্ষের

প্রকাশিত: ২৩:০৯, ২৩ অক্টোবর ২০২০

জবি সঙ্গীত বিভাগে এক বছরেও ফল প্রকাশ হয়নি ৪র্থ বর্ষের

জবি সংবাদদাতা ॥ পরীক্ষার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ফলের দেখা পাচ্ছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। ফলে অনিশ্চয়তা আর হতাশায় নিমজ্জিতপ্রায় ১৫ শিক্ষার্থী। জবি সঙ্গীত বিভাগ প্রতিষ্ঠার পর থেকে সেশনজট লেগেই আছে, দ্রুত সময়ে ফল প্রকাশসহ নানা দাবিও জানিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু তাতে কোন কাজ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, অনার্স (স্নাতক) ৮ম সেমিস্টারের (ফাইনাল) ২০১৪-১৫ সেশনের পরীক্ষা শেষ হয়েছে গত বছর অর্থাৎ ২০১৯ সালের সেপ্টেম্বরের ৮ তারিখে। কিন্তু আজ অবধি ১ বছর ১ মাস পার হলেও ফল পাওয়া যায়নি। শিক্ষার্থীরা বলছে, ফল প্রকাশে এমন দীর্ঘসূত্রতার ফলে বিভিন্ন চাকরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বাড়ছে। এমন সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় বিভাগের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। শিক্ষার্থীরা জানান, আমরা বিভাগের ওপর ক্ষিপ্ত এবং রেজাল্টের জন্য মাঝে একবার ভিসি বরাবর অভিযোগ দেয়ার জন্য উদ্যোগও নিয়েছিলাম কিন্তু এখনও মাস্টার্স বাকি এই ভয়ে আর যাওয়া হয়নি।
×