ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগারগাঁওয়ে জুয়া খেলার সময় পালাতে গিয়ে ঠিকাদারের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৯, ২৩ অক্টোবর ২০২০

আগারগাঁওয়ে জুয়া খেলার সময় পালাতে গিয়ে ঠিকাদারের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ে জুয়া খেলার সময় পুলিশ আতঙ্কে পালাতে গিয়ে নিচে পড়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। এদিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শাহ্ আলীতে জাল ভিসা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে জুয়া খেলার সময় পুলিশ আতঙ্কে পালাতে গিয়ে নিচে পড়ে সবুজ হাওলাদার (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি ঠিকাদারি করতেন। নিহতের বাবার নাম মজিদ হাওলাদার। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠি গ্রামে। তিনি অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে জনতা হাউজিংয়ে থাকতেন। তার প্রথম স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। নিহতের প্রতিবেশী বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সবুজ আগারগাঁও বিএনপি বস্তি এলাকায় ভাড়া থাকতেন। সেখানে স্যানিটারি ঠিকাদারের কাজ করতেন। তিনি জানান, বুধবার রাতে জনতা হাউজিং এর গেটের পাশেই নির্মাণাধীন একটি ৯তলা ভবনের ৫ম তলায় সবুজসহ কয়েকজন বসে জুয়া খেলছিলেন। সে সময় সেখানে শেরেবাংলা নগর থানার পুলিশ প্রবেশ করে। এ সময় পুলিশ আসার খবর পেয়ে আতঙ্কে দৌঁড়ে পালাতে গিয়ে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান সবুজ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পঙ্গু হাসপাতাল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামিল হোসেন জানান, রাতে নির্মাণাধীন ওই ভবনের সামনে ডিউটিতে ছিলাম। তখন ওই ভবন থেকে নিচে পড়ে যায় সবুজ। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬২ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রতারক গ্রেফতার ॥ রাজধানীর শাহ্ আলী এলাকা থেকে জাল ভিসা প্রতারক চক্রের হোতা সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ২টায় র‌্যাব-৪ এর একটি দল শাহ আলী থানার উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার ॥ ঢাকার হেমায়েতপুরে বিদেশী অস্ত্র ও মাদকসহ শেখ ফরিদকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ফরিদের বিরুদ্ধে গণধর্ষণ, চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে।
×