ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যুর এক মাস পর আদালতের নির্দেশে গৃহবধূর লাশ উত্তোলন

প্রকাশিত: ২২:৪৯, ২৩ অক্টোবর ২০২০

মৃত্যুর এক মাস পর আদালতের নির্দেশে গৃহবধূর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে মৃত্যুর এক মাস ৫ দিন পর কবর থেকে রোজিনা আক্তার রোজি (৩৩) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলার কল্যান্দি কবরস্থান থেকে গৃহবধূর লাশ উত্তোলন করে পুলিশ। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার উপস্থিতি এ লাশ উত্তোলন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। নিহতের বড় ভাই মাসুদ জানান, বোন রোজিনাকে উপজেলার রাজবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মুরাদের সঙ্গে বিয়ে দেন। তাদের একটি সন্তান রয়েছে। এক মাস ৫ দিন আগে গত ১৬ সেপ্টেম্বর তার বোন মারা যায়। বোন স্ট্রোক করে মারা গেছে বলে ভগ্নিপতি জানায়। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তখন বোনকে কল্যান্দি কবরস্থানে দাফন করা হয়। পরে তারা জানতে পারেন, নির্যাতন করে রোজিনাকে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর এক সপ্তাহ পর নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ এনে আদালতে মামলা করেন তিনি।
×