ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রহস্য উদ্ঘাটন

নোয়াখালীতে মাকে হত্যার পর পাঁচ টুকরো করে ছেলে

প্রকাশিত: ২২:৪৮, ২৩ অক্টোবর ২০২০

নোয়াখালীতে মাকে হত্যার পর পাঁচ টুকরো করে ছেলে

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ অক্টোবর ॥ সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিহতের ছেলে হুমায়ুন এবং তার ৬ সহযোগী মিলে ভিকটিমকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে পাওনাদারদের ধানক্ষেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখে। নৃশংস এ হত্যকা-ের পর প্রথমে ভিকটিমের ছেলে হুমায়ুন কবির হুমা (২৮) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামলে হত্যায় সরাসরি নিহতের সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে সেই সন্তানের সঙ্গে তার ৬ সহযোগী এ হত্যাকা- ঘটিয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। পুলিশ বলছে, ৭ আসামির ৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। একই সঙ্গে আটক নিহতের ছেলের বন্ধু নিরব ও কসাই নূর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকা-ে ব্যবহৃত ধারালো চাপাতি, বালিশ, কোদাল, ভিকটিমের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালী পুলিশ সুপার অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। ব্রিফিংকালে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। নিহত নূরজাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবদুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়েসহ ৯ সন্তানের জননী। উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিকেল ৫ টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের ধানক্ষেত থেকে ওই গৃহবধূর টুকরো টুকরো মরদেহের সন্ধান পায়।
×