ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনানী কারখানাকে জরিমানা, রেস্তরাঁ ম্যানেজারের কারাদণ্ড

প্রকাশিত: ২২:৪৮, ২৩ অক্টোবর ২০২০

ইউনানী কারখানাকে জরিমানা, রেস্তরাঁ ম্যানেজারের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ কোন কেমিস্ট ও হেকিম ছাড়াই লাইসেন্স জাল করে ইউনানী ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাসহ নানা অপরাধে দুই প্রতিষ্ঠানকে কারাদ- ও জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কোন কেমিস্ট ও হেকিম ছাড়াই লাইসেন্স জাল করে ইউনানী ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে রাজধানীর তুরাগে ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কোন ধরনের অনুমোদন ছাড়াই যৌনশক্তি বর্ধকসহ ১৪-১৫ রকমের ইউনানী ওষুধ তৈরি করে আসছিল। এই অভিযোগে ভিত্তিতে তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় নকল ইউনানী ওষুধ তৈরির ওই কারখানাটির অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান শুরু করে।
×