ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসির তদন্তে রাবি প্রশাসনের অনিয়ম প্রমাণিত

প্রকাশিত: ২২:৪৭, ২৩ অক্টোবর ২০২০

ইউজিসির তদন্তে রাবি প্রশাসনের অনিয়ম প্রমাণিত

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোঃ জাকারিয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারীর বিরুদ্ধে উত্থাপিত অধিকাংশ অভিযোগেরই সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি। কমিটি তাদের তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। একই সঙ্গে তদন্ত রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্নীতি দমন কমিশনেও জমা দেয়া হয়েছে। ইউজিসি বলছে, তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে যে কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয়।
×