ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যক্তি মালিকানাধীন পুকুর প্রাকৃতিক জলাধারভুক্ত করার নির্দেশ

প্রকাশিত: ২২:৪৭, ২৩ অক্টোবর ২০২০

ব্যক্তি মালিকানাধীন পুকুর প্রাকৃতিক জলাধারভুক্ত করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ব্যক্তি মালিকানাধীন হিসেবে রেকর্ড করা পুকুরগুলোকে জলাধার সংরক্ষণ আইন, ২০০০’ এর ২ (চ) ধারায় প্রাকৃতিক জলাধারের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত করেননি আপীল বিভাগের চেম্বার জজ আদালত। অন্যদিকে গাঁজা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে নিহত দিলীপ রায় নামের এক ব্যক্তির জীবিত ফেরত আসার ঘটনায় আসামিকে নির্যাতন করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে কিনা, সার্বিক বিষয়ে অনুসন্ধানের জন্যে চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। ব্যক্তি মালিকানাধীন হিসেবে রেকর্ড করা পুকুরগুলোকে জলাধার সংরক্ষণ আইন, ২০০০’ এর ২ (চ) ধারায় প্রাকৃতিক জলাধারের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে গত ৫ মার্চ সংক্ষিপ্ত রায় দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। সম্প্রতি সুপ্রীমকোর্টেও ওয়েবসাইটে এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আদালত বলেছেন, রায় পাওয়ার এক বছরের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করবেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। ২০১২ সালে বরিশাল শহরের ঝাউতলা এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট ও দখল বন্ধে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামের একটি সংগঠন। এ রিটের শুনানি নিয়ে একই সালের ৩০ সেপ্টেম্বর রুল জারি করে স্থিতি অবস্থার আদেশ দেন আদালত। রুল শুনানিতে বাদীপক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং বিবাদী পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
×