ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পণ্যবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ২২:৩৭, ২৩ অক্টোবর ২০২০

পণ্যবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে পণ্যবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার পর নৌ-ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। ১১ দফা দাবিতে দেশব্যাপী পণ্যবাহী নৌযান ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। এর আগে দেশব্যাপী চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের এ ধর্মঘট বৃহস্পতিবারের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার পর এই ঘোষণা দেয়া হয়। নৌযান শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন রাতে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেন। তিনি রাত ৭টা ৪০ মিনিটে বলেন, আমরা এখনও মিটিং করছি। তবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মালিক শ্রমিকের মধ্যে সমঝোতা বৈঠকের আয়োজন করে। পণ্য, তেল এবং বালুবাহী নৌযান শ্রমিকরা সোমবার রাত ১২টা থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন শুরু করে। মাসিক খাদ্যভাতা এবং নিয়োগপত্রের দাবিতে কর্মবিরতির ডাক দেয় নৌ-শ্রমিকদের সংগঠন। এর আগে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি সমঝোতার উদ্যোগ চালিয়ে ব্যর্থ হয়। তবে টানা পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় বন্দরের পণ্য ওঠানামা বন্ধ ছিল। আবার জ¦ালানি তেল এবং বালু পরিবহনও বন্ধ ছিল। এতে দেশের পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। তবে ধর্মঘটের বাইরে ছিল যাত্রীবাহী নৌযান।
×