ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রি পরিদর্শনে বিএমটিএফ প্রতিনিধি দল

প্রকাশিত: ২১:২৯, ২৩ অক্টোবর ২০২০

ব্রি পরিদর্শনে বিএমটিএফ প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টি্িটউট (ব্রি) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এর জোরদার সহযোগিতা দেশের কৃষক পর্যায়ে কৃষি যন্ত্রপাতি সরবরাহে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার বিএমটিএফের সাত সদস্যের একটি প্রতিনিধিদল গাজীপুরে ব্রি পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রি’র মহাপচিালক ড. মো. শাহজাহান কবীর। বিএমটিএফ এর পরিদর্শকদলের নেতৃত্ব দেন বিএমটিএফ’র পরিচালক (উৎপাদন) ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ সদরুল আলম। সভায় ব্রি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দুররুল হুদা এবং বিএমটিএফের মহাব্যবস্থাপক (উৎপাদন) লেফটেন্যান্ট কর্নেল এএসএম লুৎফুল করিম স্ব-স্ব প্রতিষ্ঠানের পরিচিতিমূলক দু’টি উপস্থাপনা পরিবেশন করেন। এসময় ব্রি’র উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, বিভিন্ন গবেষণা বিভাগের প্রধানগণসহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
×