ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাত্রের বয়স ১০৫, পাত্রীর ৮০ ॥ ধুমধামে বিয়ে দিলেন গ্রামবাসী

প্রকাশিত: ২১:২৬, ২৩ অক্টোবর ২০২০

পাত্রের বয়স ১০৫, পাত্রীর ৮০ ॥ ধুমধামে বিয়ে দিলেন গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ অক্টোবর ॥ ১০৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ৮০ বছর বয়সী বৃদ্ধার ধুমধাম করে বিয়ে দিলেন এলাকাবাসী। বুধবার রাতে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাত্র ১০৫ বছর বয়সের আহাদ আলী মন্ডল ওরফে আদি ও পাত্রী ৮০ বছরের অমেলা বেগম। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আহাদের জন্ম ১৯১৫ সালে। তিনি আট সন্তানের জনক। বিয়ে হয়ে গেছে সবার। থাকেন আলাদা। আহাদ থাকতেন মেজো ছেলের সঙ্গে। পাত্র আহাদ আলী মন্ডল ওরফে আদির চার পুত্র ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। অপরদিকে পাত্রী আমেনা বেগমের দুই মেয়ে ও নাতি-নাতনি থাকলেও তিনি ছিলেন নিঃসঙ্গ। তাদের এই নিঃসঙ্গতা কাটাতেই কতিপয় লোক বিয়ের উদ্যোগ নেন। অবশেষে বুধবার রাতে ধুমধাম করে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ঠিক করে এ বিয়ে সম্পন্ন হয়। এসময় স্থানীয় গ্রামের লোকজন আনন্দে মেতে ওঠেন এবং বর ও কনের দীর্ঘায়ু কামনা করেন। তারা বিয়ে উপলক্ষে মিষ্টি বিতরণ করেন। বৃহস্পতিবার দুপুরে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যান স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান। তিনি বলেন, আমি খুব খুশি হয়েছি। গ্রামবাসীর আমন্ত্রণে শুভেচ্ছা জানাতে এসেছি। পাত্র আহাদ আলী মন্ডল ওরফে আদি জানান, তাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনি থাকলেও নিজেদের নিঃসঙ্গতা কাটাতেই তারা এ বিয়ের সিদ্ধান্ত নেন। পাত্রী অমেলা বেগম জানান, আহাদ আলী মন্ডল পাত্র হিসাবে অনেক ভাল। ওনি মিশুক প্রকৃতির লোক। দাম্পত্য জীবনে আমরা সুখী হব। আপনারা দোয়া করবেন বলেই মুচকি হাসেন অমলা বেগম।
×