ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৪:৩৩, ২২ অক্টোবর ২০২০

গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের পূর্ব চরবিশ্বাস চরের ধানা কাটা নিয়ে সংঘর্ষে আহতদের মধ্যে কৃষক কাশেম মৃধা (৫০) আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত কাশেম মৃধা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের মৃত আজাহার মৃধার ছেলে। বর্তমানে কাশের মৃধার ছেলে সবুজ মৃধা (২১) বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, একই গ্রামের কৃষক বাবুল হাওলাদার (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কৃষক সোলায়মান (২৩) গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই গুরুতর। বুধবার সকালে পূর্ব চরবিশ্বাস চরের ধান কাটা নিয়ে সংঘর্ষে এরা আহত হন। ওই ঘটনায় মোট ২৫ জন আহত হয়। ঘটনার বিবরণ দিয়ে গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন জানান, পূর্ব চরবিশ্বাস চরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ভোলা জেলার সঙ্গে আন্তঃজেলা বিরোধ চলে আসছে। ভোলা এলাকার লোকজন ‘চর ওহাব’ নাম দিয়ে ওই চরের জমির মালিকানা দাবি করছে। অথচ সরকারী কাগজপত্রে চর ওহাব নামে কোন চর নেই। বুধবার সকালে ভোলা এলাকার একদল লাঠিয়াল চরের জমির ধান কাটতে এলে চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের লোকজন বাধা দেয়। এনিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়। চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী জানান, ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে স্থানীয় ভাবেও চিকিৎসা দেয়া হচ্ছে। চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর জানান, আগে সরকারী কাগজপত্রে চরটির নাম ছিল উত্তর চরবিশ্বাস। দিয়ারা জরিপে নাম পাল্টে পূর্ব চরবিশ্বাস করা হয়েছে। চরটির জমিতে গলাচিপা উপজেলার দরিদ্র কৃষকদের বন্দোবস্ত দেয়া হয়েছে। ভোলা এলাকার কারও নামে কোন বন্দোবস্ত নেই। অথচ এনিয়ে প্রতি বছর সংঘর্ষ চলছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনও কোন মামলা হয়নি। পক্ষের লোকজন এলেই মামলা নেয়া হবে।
×