ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান ॥ জারিফ

প্রকাশিত: ২৩:৫৫, ২২ অক্টোবর ২০২০

অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান ॥ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা কোনভাবেই অস্ত্র প্রতিযোগিতা শুরু করবেন না। গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রী কার্যালয়ের একটি বৈঠকে বক্তৃতায় জাওয়াদ জারিফ এ কথা বলেন। রাশিয়ার উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর পার্সটুডে অনলাইনের। জাওয়াদ জারিফ বলেন, ‘আমাদের অঞ্চলে কয়েকটি যুদ্ধ হয়েছে এবং বিপুল পরিমাণে বিদেশী সেনা মোতায়েন করা রয়েছে। পাশাপাশি চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিপজ্জনক উত্থান ঘটানো হয়েছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে সর্বাধুনিক অস্ত্রের গুদামে পরিণত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাইরের কিছু দেশ তাদের সেনা মোতায়েনের সুযোগ নিয়েছে এবং এ অঞ্চলে তারা বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করছে।’ জারিফ একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে এবং ২৯টি ঘাঁটি প্রতিষ্ঠা করেছে, যেখানে ৩০০ যুদ্ধবিমান রয়েছে। প্রায় সব সময় আমাদের পানিসীমার কাছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ টহল দেয় এবং বহুসংখ্যক ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে।
×