ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে শিখর ধাওয়ানের নতুন ইতিহাস

প্রকাশিত: ২৩:৩২, ২২ অক্টোবর ২০২০

আইপিএলে শিখর ধাওয়ানের নতুন ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচেই দীর্ঘ সাড়ে তেরো বছরের আক্ষেপ ঘুঁচিয়ে টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন শিখর ধাওয়ান। সেই তিনি পরের ম্যাচেই তুলে নিলেন আরও একটি সেঞ্চুরি! চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৮ বলে ১৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ১০১-এর পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১২ চার ও ৩ বিশাল ছক্কা দিয়ে। ৩৪ বছর বয়সী ‘গাব্বার’ গড়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ব্যাক টু ব্যাক সেঞ্চুরির নতুন ইতিহাস। যদিও তার দল দিল্লী ক্যাপিটালস হেরে গেছে পাঞ্জাবের কাছে, তবে অনন্য কীর্তির দিনে ম্যাচসেরা হয়েছেন ধাওয়ান। ২০০৮ থেকে এ পর্যন্ত আইপিএলের এক যুগের ইতিহাসে ধাওয়ান ছাড়া টানা দুই ম্যাচে সেঞ্চুরি নেই আর কারও। অবশ্য নির্দিষ্ট এক আসরে সর্বাধিক চার সেঞ্চুরি হাঁকানোর নজির আছে বিরাট কোহলির (২০১৬ সালে)। দুটি করে সেঞ্চুরি ক্রিস গেইল (২০১১), হাশিম আমলা (২০১৭) এবং শেন ওয়াটসনের (২০১৮)। আইপিএল বাইরে রাখলে সর্বোপরি বৈষয়িক ক্লাব টি২০তে ধাওয়ানের আগে আরও ৯ ক্রিকেটার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন- তারা হলেন ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), উন্মুক্ত চাঁদ (ভারত), লুক রাইট (ইংল্যান্ড), মাইকেল ক্লিঙ্গার (ইংল্যান্ড), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), মার্কো মারাইস (দক্ষিণ আফ্রিকা), রেজা হেন্ড্রিকস (দক্ষিণ আফ্রিকা) ও ইশান কিষান (ভারত)। আমিরাতে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া ধাওয়ান পরের পাঁচ ম্যাচেও পাননি হাফ সেঞ্চুরির দেখা; শেষ চার ম্যাচে সেই তারই ইনিংসগুলো দেখুন ৬৯*, ৫৭, ১০১* ও ১০৬*; অর্থাৎ এই চার ম্যাচে ৩৩৩ গড়ে করেছেন ৩৩৩ রান! ৬৬.৪২ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৫ রানের মালিক তিনি। বিরাট কোহলি (৫৭৫৯), সুরেশ রায়না (৫৩৬৮), রোহিত শর্মা (৫১৫৮) ও ডেভিড ওয়ার্নারের (৫০৩৭) পর আইপিএলে পাঁচ হাজার রানের মালিক এখন ধাওয়ান (৫০৪৪)।
×