ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রৌমারীতে প্রশাসনের হস্তক্ষেপে ড্রেজার ও বলগেট দিয়ে বালু উত্তোলন বন্ধ

প্রকাশিত: ১৮:৪২, ২১ অক্টোবর ২০২০

রৌমারীতে প্রশাসনের হস্তক্ষেপে ড্রেজার ও বলগেট দিয়ে বালু উত্তোলন বন্ধ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ড্রেজার ও বলগেট দিয়ে বালু উত্তোলন করা বন্ধ করে দেওয়া হয়েছে। বালু উত্তোলন বিষয়ে, বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বার্হী অফিসার আল ইমরান ও সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস এই বালু উত্তোলন বন্ধ করে দেন। পরবর্তীতে বালু উত্তোলনের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক শ্রেণীর বালু ব্যবসায়ীর চক্র ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার ও বলগেট দিয়ে বালু উত্তোলন করা হতো। এতে নদের ভাঙ্গন অব্যাহত রয়েছে এবং হুমকির মুখে পড়েছে বন্দবেড় ইউনিয়নের বলদমারা, বাগুয়ারচর, পশ্চিম খনজনমারা, ফলুয়ারচর, পালেরচর, কুটিরচর ও বাঘমারা,দিগলেপাড়া, পশ্চিম ধনারচরসহ ১৩ টি গ্রাম। ভাঙ্গন অব্যাহত থাকায় নদের বামতীর সংরক্ষণ চলমান কাজের ব্যাঘাত ঘটবে বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে একটি চক্র ব্রহ্মপুত্র নদের ঘুঘুমারী থেকে বলদমারা হয়ে ফলুয়ারচর নৌকাঘাট পযর্ন্ত এলাকায় প্রতিদিন প্রায় ১৫ টি ড্রেজার মেশিন ও বলগেটের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করে আসছিল। উত্তোলনকৃত বালু মাটি উপজেলার প্রায় অর্ধশতাধিক ট্রাক্টর দিয়ে পরিবহন করে প্রতিনিয়ত বিক্রয় করছে। এর কারনে ট্রাক্টর চলাচলে রাস্তাগুলো ভেঙ্গে যাওয়ায় মানুষের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, বালু উত্তোলনে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং কেউ অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
×