ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

প্রকাশিত: ১৫:৪১, ২১ অক্টোবর ২০২০

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

অনলাইন রিপোর্টার ॥ ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় আটকে বিক্ষোভে অংশ নিয়েছে বিভিন্ন সংগঠন। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নিলে রাস্তায় যান চলাচলে বিঘ্নিত এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। গত ৫ অক্টোবর থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। এর অংশ হিসেবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরি করতে ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা থেকে নোয়াখালীর পথে লংমার্চ কর্মসূচি পালন করেন তারা। ১৭ অক্টোবর লংমার্চটি ফেনী শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় এলাকায় পৌঁছালে লাঠিসোটা ও ইট নিয়ে এই হামলা চালায় একদল যুবক।হামলায় ৩০ জন আহত এবং ছয়টি বাস ভাংচুর করা হয়েছে দাবি করেছেন আন্দোলনকারীরা। ওই ঘটনার প্রতিবাদে বুধবার সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল প্রগতিশীল ছাত্র জোট। এরই অংশ হিসেবে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন জোটের নেতাকর্মীরা। পরে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে কাঁটাবন মোড় হয়ে আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা। সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের(বাসদ মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, আমরা গত ৫ অক্টোবর থেকে নয় দফা দাবিতে আন্দোলন করছি। এরই অংশ হিসেবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরি করতে আমরা ঢাকা টু নোয়াখালী শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করতে চেয়েছি। লংমার্চ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। “কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কর্মূচিতে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনায় জড়িত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।” এসময় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ পূর্বঘোষিত নয় দাবিও বাস্তবায়নের দাবি জানান।
×