ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘করোনার আগেও ছিলাম পরেও থাকব’- প্রেক্ষিত শারদীয় নাট্যোৎসব

প্রকাশিত: ০০:০২, ২১ অক্টোবর ২০২০

‘করোনার আগেও ছিলাম পরেও থাকব’- প্রেক্ষিত শারদীয় নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহের স্মৃতি বিজরিত শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শারদীয় নাট্যোৎসব আয়োজন এখন এক প্রাণবন্ত ও ধারাবাহিক বাস্তবতা। বিগত সময় এই উৎসব উপলক্ষে শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের সভাপতি ও শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা লায়ন চিত্তরঞ্জন দাসের আহ্বানে এই মঞ্চে শ্রদ্ধেয় রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, লিয়াকত আলী লাকী, লাকী ইনাম, মামুনুর রশীদের মতো নাট্যব্যক্তিত্বদের পাশাপাশি তরুণ প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রীরা নাট্য মঞ্চায়ন করেছে। এবারে কোভিড-১৯ সংক্রামণ ঝুঁকি বিবেচনায় উন্মুক্ত প্রান্তরে নাটকসহ সব সাংস্কৃতিক আয়োজন বন্ধ থাকায় শারদীয় নাট্যোৎসবের পালন সম্ভব হচ্ছে না। ফলে আগামীকাল ২২ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আয়োজক কমিটি এবং নাট্য সংশ্লিষ্ট মানুষের পারস্পরিক সংলাপ বিনিময়। সংলাপের বিষয় ‘করোনার আগেও ছিলাম পরেও থাকব’ প্রেক্ষিত শারদীয় নাট্যোৎসব। লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সংলাপ বিনিময় আয়োজনে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা লাকী ইনাম।
×