ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা মিটলেই সিএএ চালু ॥ বিজেপির সর্বভারতীয় সভাপতি

প্রকাশিত: ২৩:৫৮, ২১ অক্টোবর ২০২০

করোনা মিটলেই সিএএ চালু ॥ বিজেপির সর্বভারতীয় সভাপতি

ভারতে ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন করোনা চলে গেলে সকলে সংশোধিত নাগরিকত্ব আইনের সুবিধা পাবেন, পেতে বাধ্য। এখন বিভিন্ন আইনকানুন তৈরির কাজ চলছে। তবে করোনা পরিস্থিতির জেরে সাময়িকভাবে তা থমকে রয়েছে। বহুদিন পর রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বিজেপির শীর্ষ এই নেতা। খবর দ্য হিন্দুস্তান টাইমস অনলাইনের। সোমবার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যবাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন জে পি নাড্ডা। এ সময় গোর্খা সম্প্রদায়ের ১১ জনজাতির স্বীকৃতি এবং গোর্খাল্যান্ড নিয়ে রাজনৈতিক সমাধানের দাবি শীঘ্রই পূরণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জেতানোর তাগিদ দেন তিনি।
×