ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের ৬ সপ্তাহের লকডাউনে আয়ারল্যান্ড

প্রকাশিত: ২৩:৫৮, ২১ অক্টোবর ২০২০

ফের ৬ সপ্তাহের লকডাউনে আয়ারল্যান্ড

দেশব্যাপী ‘ঘরে থাকার’ নির্দেশ জারি করে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন সোমবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ আয়ারল্যান্ডে ফের করোনাভাইরাসজনিত লকডাউন আরোপ করা হচ্ছে। তবে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ওপর জোর দিয়েছেন তিনি। খবর এএফপির। বুধবার মধ্যরাত থেকে ছয় সপ্তাহের জন্য কার্যকর হতে যাওয়া এ পদক্ষেপের আওতায় অত্যাবশ্যকীয় নয় এমন সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বার ও রেস্তরাঁ কেবলমাত্র গ্রাহকদের খাবার নিয়ে চলে যাওয়ার সেবা দেয়ার জন্য সীমিত পরিসরে খোলা রাখা যাবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের নিশ্চিত সংখ্যা চার কোটি ছাড়িয়ে গেছে।
×