ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশা নিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন জাহানারা-সালমা

প্রকাশিত: ২৩:৪১, ২১ অক্টোবর ২০২০

আশা নিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন জাহানারা-সালমা

স্পোর্টস রিপোর্টার ॥ উইমেন্স টি২০ চ্যালেঞ্জ আসরে গতবারও খেলেছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অধীনে ৩ দলের এই আসরটি মেয়েদের আইপিএল হিসেবে পরিচিতি পেয়েছে। এবার জাহানারার আশা ফাইনালে উঠতে পারলে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার। তিনি মনে করেন দ্বিতীয়বার আইপিএল খেলার কারণে তার ক্যারিয়ার এগিয়ে যাবে কয়েক ধাপ। অপরদিকে প্রথমবারের মতো জাতীয় দলে তারই সতীর্থ অলরাউন্ডার সালমা খাতুন এই আসরে খেলবেন। তার স্বপ্ন দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার। দু’জন নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সোমবার দ্বিতীয় দফায় কোভিড-১৯ টেস্ট করে নেগেটিভ হওয়ায় আজ সকালেই আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাহানারা ও সালমা। দুবাইয়ে ৭ দিন কোয়ারেন্টাইনে থেকে শারজায় গিয়ে নিজ নিজ দলের সঙ্গে যোগ দেবেন দু’জন। সালমা খেলবেন ট্রেইলব্লেজার্সে আর জাহানারার দল ভেলোসিটি। ৪ থেকে ৯ নবেম্বর অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল। গত আসরে উইমেন্স চ্যালেঞ্জ টি২০ আসরে দুর্দান্ত খেলে আলোচনায় এসেছিলেন জাহানারা। খেলার বাইরেও খ্যাতি পেয়েছিলেন আসরের অন্যতম গ্ল্যামার কুইন হিসেবে। তবে ফাইনালে তার দল ভেলোসিটি হেরে যায় শেষ ওভারের নাটকীয়তায়। এবার সেই পরিস্থিতি থেকে জিতে আসাই লক্ষ্য জাহানারার। তিনি বলেন, ‘একটা লক্ষ্য নিয়েই মাঠে নামি, নিজের সেরাটা দিয়ে ভাল খেলতে হবে এবং দলের জন্য অবদান রাখতে হবে। গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও হতে পারিনি। নিজেরও আফসোস রয়ে গেছে, ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। এই ধরনের পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে আপ্রাণ চেষ্টা করব।’ পরপর দুই আসরে একই দলের হয়ে খেলতে যাচ্ছেন সে জন্য বেশ তৃপ্ত এ পেস তারকা। এবার আগের আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যারিয়ারকে আরও আলোকিত করতে চান তিনি। জাহানারা বলেন, ‘আইপিএল একটা বড় প্ল্যাটফর্ম, আমার মনে হয় এখানে খেলার সৌভাগ্য সবার হয় না। আমি অনেক ভাগ্যবান এ দিক থেকে। এ ধরনের প্ল্যাটফর্মে বিশ্বের অনেক সেরা, বিশ্ব জয়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হয়। আশাকরি এই অভিজ্ঞতা ওখান থেকে অর্জন করে দেশে এসে আমার সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে পারব। আমার বিশ্বাস এই টুর্নামেন্ট খেলার পর আমার ক্যারিয়ারে কয়েক ধাপ এগিয়ে যাব। গতবারের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব এবার।’ জাহানারা-সালমা দু’জনই গত এক সপ্তাহ অনুশীলন করেছেন মিরপুর একাডেমি মাঠে। সঙ্গে ছিলেন কোচ মাহবুব আলী জাকি। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানালেন দু’জনই। বিশেষ করে জাকি বোলিং কোচ হওয়াতে সুবিধাটা বেশি হয়েছে জাহানারার। এমনকি শেরেবাংলার মূল মাঠে ফ্লাড লাইটের নিচেও অনুশীলনের সুযোগ দিয়েছে বিসিবি। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানালেন সালমা, ‘ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ দিয়েছে ডে-নাইট অনুশীলন করার, মোটামুটি ভাল কাজে লেগেছে।’ আইপিএলে প্রথমবার খেলতে যাওয়ার বিষয়ে সালমা বলেন, ‘যেহেতু এত বড় একটা আসরে যাচ্ছি নিজের প্রত্যাশাটা অনেক ভাল করার যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি সেহেতু দুই বিভাগেই ভাল করার চেষ্টা থাকবে। যেহেতু ওখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেগুলো শিখে এসে আমাদের দেশে প্রয়োগ করার চেষ্টা করব।’ ভেলোসিটিতে মিতালি রাজের নেতৃত্বে ৪ নবেম্বর উদ্বোধনী ম্যাচে জাহানারা খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাসের বিরুদ্ধে। পরদিন সালমা অধিনায়ক স্মৃতি মান্দানার অধীনে মুখোমুখি হবেন জাহানারাদের। সুপারনোভাসের নেতৃত্বে আছেন ভারতের টি২০ অধিনায়ক হারমানপ্রিত কৌর।
×