ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেমি ডে’র প্রাথমিক দলে ৩৬ ফুটবলার

প্রকাশিত: ২৩:৪০, ২১ অক্টোবর ২০২০

জেমি ডে’র প্রাথমিক দলে ৩৬ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৩ ও ১৭ নবেম্বর সাফ অঞ্চলের দেশ নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে ৩৬ ফুটবলারকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংরেজ কোচ জেমি ডে মঙ্গলবার সেই দলের নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে ঘোষণা করেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মাসুক মিয়া জনি। বাদ পড়েছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের সাত ক্লাবের ফুটবলার। সবচেয়ে বেশি খেলোয়াড় বসুন্ধরা কিংসের ১৪ জন। দ্বিতীয় সর্বাধিক ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের ৭ জন করে। তৃতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনীর ৩ জন। শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বাংলাদেশ পুলিশের আছে ২ জন করে। উত্তর বারিধারা ক্লাবের আছেন ১ জন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ॥ আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, পাপ্পু হোসেন, আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, আতিকুর রহমান ফাহাদ, তারিক রায়হান কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, মাসুক মিয়া জনি, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, মামুনুল ইসলাম, সোহেল রানা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভুঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, রকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, নাজমুল ইসলাম রাসেল, এম এস বাবলু ও সুমন রেজা।
×