ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুরুতেই এ্যাটলেটিকো পরীক্ষা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের

প্রকাশিত: ২৩:৩৯, ২১ অক্টোবর ২০২০

শুরুতেই এ্যাটলেটিকো পরীক্ষা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা ধরে রাখার মিশনে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে শুরুতেই বড় পরীক্ষা দিতে হচ্ছে বেয়ার্ন মিউনিখকে। ২০২০-২১ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই আসরের বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সবসময়ের সমীহ জাগানিয়া দল স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। আজ রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় খেলবে বেয়ার্ন। গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবার্গের বিরুদ্ধে খেলবে রাশিয়ান ক্লাব লোকোমোটিভ মস্কো। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ‘বি’ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। সদ্যই লা লিগায় নবাগত কাদিজের কাছে হেরে যাওয়া রিয়াল প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের। নিজেদের অনুশীলন মাঠ মাদ্রিদের আলফ্রেডো দ্য স্টেফানোতে ম্যাচটি খেলবেন রামোস-বেনজেমারা। গ্রুপের আরেক ম্যাচে মিলানের সানসিরোতে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডব্যাচের বিরুদ্ধে খেলবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ‘সি’ গ্রুপ থেকে মিশন শুরু করছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তারকা কোচ পেপ গার্ডিওলাকে উড়িয়ে আনার পরও দলটি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেনি। এবার আরেকবার অধরা ট্রফি জয়ের লক্ষ্যে মিশন শুরু করছে সিটিজেনরা। শুরুর ম্যাচে ঘরের মাঠ ম্যানচেস্টার স্টেডিয়ামে সিটির প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব এফসি পোর্তো। গ্রুপের আরেক ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসের বিরুদ্ধে লড়বে সফরকারী ফরাসী ক্লাব মার্শেই। ‘ডি’ গ্রুপে শুরুতেই হচ্ছে হাইভোল্টেজ ম্যাচ। আমস্টারডামে এক মৌসুম আগের চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দিচ্ছে ডাচ ক্লাব আয়াক্স। গ্রুপের আরেক ম্যাচে ডেনিশ ক্লাব মিডল্যান্ডের বিরুদ্ধে খেলবে অতিথি ইতালিয়ান ক্লাব আটালান্টা। মাত্র দুই মাস আগে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বেয়ার্ন। এবার দলটির সামনে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ। এ লক্ষ্যেই মিশন শুরু করছে কোচ হ্যান্স ফ্লিকের দল। শুধু ইউরোপিয়ান ফুটবল নয়, বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা শক্তি জার্মানি। কি জাতীয় দল কি ক্লাব ফুটবল সবখানেই দাপট জার্মানদের। ইউরোপের পাওয়ার হাউসদের ধারাবাহিক সাফল্য অন্যদের কাছে বিস্ময়কর। দেশটি দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বকাপ জয়ী। জার্মানদের ক্লাব বেয়ার্নও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি। গত ২৩ আগস্ট চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে বাভারিয়ানরা এ প্রমাণ আরও একবার রেখেছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে ২০১৪ সালে আমেরিকা অঞ্চল থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখায় জার্মানি। ১৯৯০ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বজয়ের মুকুট পরেছিল ইউরোপের পাওয়ার হাউসরা। এর আগে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জার্মানি। সেমিফাইনাল আর ফাইনাল ট্র্যাজেডির দল বলা হয়ে থাকে জার্মানিকে। ফুটবলের যে কোন আসরে সবসময়ই ফেবারিটের তকমা থাকে তাদের গায়ে। ফাইনাল আর সেমিতে হারের লম্বা মিছিলে যোগ না দিলে জার্মানদের বিশ্ব ফুটবলের সেরা দল আপনাকে বলতেই হতো। সেক্ষেত্রে ব্রাজিলের আগে তাদের নামটিই উচ্চারণ করতে হতো বলে বিশেষজ্ঞদের অভিমত। বিশ্বকাপের ইতিহাসেও জার্মানি সবচেয়ে ধারাবাহিক সাফল্য পাওয়া দল। ব্রাজিল বিশ্বকাপেও শেষ চারে পৌঁছে ইউরোপের পাওয়ার হাউসরা বিশ্বরেকর্ড গড়ে। এই অদম্য জার্মানির ক্লাব বেয়ার্ন ফরাসী বিপ্লব থামিয়ে চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছে। এর ফলে দীর্ঘ সাত বছর অর্থাৎ ২০১২-১৩ মৌসুমের পর আবারও ইউরোপ সেরার ট্রফি জিতেছে বেয়ার্ন। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লীগে বেয়ার্নের ষষ্ঠ শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পথে চ্যাম্পিয়ন্স লীগের ৬৪ বছরের ইতিহাসে দুর্দান্ত রেকর্ড গড়েছে বেয়ার্ন। চ্যাম্পিয়ন্স লীগ বা ইউরোপিয়ান কাপের ৬৪ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে কোন আসরের সবগুলো ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে তারা। এর আগে বেশ কয়েকটি আসরেই দেখা গেছে অপরাজিত চ্যাম্পিয়নের। কিন্তু কোন দলই নিজেদের খেলা সবগুলো ম্যাচ জিততে পারেনি। এমন স্বর্ণসাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে এবার বাভারিয়ানরা মিশন শুরু করছে।
×