ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ময়লার বালতি থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:২৮, ২১ অক্টোবর ২০২০

রাজধানীতে ময়লার বালতি থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে ময়লার বালতি থেকে আনুমানিক দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাজারীবাগের এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনে থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার ওসি সাজিদ রহমান জানান, ময়লার বালতিতে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শিশুটির শরীরে কোন জখমের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, ভোরে বা সকালে কেউ বালতিটি এখানে রেখে পালিয়ে গেছে। শিশুটির পরিচয় উদ্ধার এবং তার মৃত্যুর কারণ জানার চেষ্টায় নেমেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে- ‘শিশুটিকে এই এলাকার কেউ চিনতে পারছে না। একটি ডাস্টবিনের কাছে ময়লার বালতিতে লাশ ফেলে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, শিশুটিকে অন্য কোথাও মেরে এখানে ফেলে রেখে গেছে। শিশুটির বয়স এক থেকে দেড় বছর হবে। শিশুটির পরিচয় ও খুনীকে শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে ওই এলাকার দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। শিশুটিকে হত্যার পর কেউ পার্কের কোনায় ফেলে গেছে। সকাল থেকে থানায় শিশুটিকে শনাক্ত করতে অনেকেই এসেছেন। শিশুটি মেয়ে, তার পরনে নীল রঙের গেঞ্জি খয়েরি কালারের হাফ প্যান্ট রয়েছে। মেয়েটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিন বছরের শিশুকে যৌন নিপীড়ন ॥ রাজধানীর কদমতলীতে তিন বছরের এক শিশুর যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। এই ঘটনায় অভিযুক্ত কাজল (২০) পলাতক রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। কদমতলী থানার উপ-পরিদর্শক মোঃ ইমরুল হাসান জানান, কদমতলী আলম মার্কেট এলাকায় থাকে শিশুটির পরিবার। তার বাবা দিনমজুর ও মা গৃহিণী। গতকাল বেলা আড়াইটার দিকে শিশুটির মা-বাবা কেউই বাসায় ছিলেন না। তখন প্রতিবেশী অটোরিক্সা চালক কাজল শিশুটিকে বাসায় একা পেয়ে যৌন নিপীড়ন চালায়। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কাজলকে ধরে ফেলে ও মারধর করে। এর একপর্যায়ে কাজল কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। শিশুর বাবা মায়ের সন্ধান চাচ্ছে পুলিশ ॥ হারিয়ে যাওয়া শিশু সাদিয়া আক্তারের বাবা-মায়ের সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার বয়স ১৩ বছর, গায়ের রং ফর্সা ও উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের জামা ও নীল ওড়না। জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার মেন গেটের সামনে একটি মেয়েকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন এক নারী। নাম সাদিয়া বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তাকে থানায় নিয়ে আসে তিনি। থানা পুলিশ সাদিয়াকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম মাসুদ, মায়ের নাম ফাতেমা এবং গ্রামের বাড়ি ময়মনসিংহ। মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০ ॥ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে পরিচালনা করে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় থেকে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ওয়ালিদ হোসেন জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকে মাদকবিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। রিটু বাহিনীর প্রধান গ্রেফতার ॥ কুখ্যাত ‘রিটু বাহিনী’র প্রধান ১৫ মামলার আসামি রিটুসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল বিষয়টি জানান। আটকরা হলেনÑ রিটু প্রধান (৩২) ও আলামিন প্রধান (৩৮) ও আলমগীর হোসেন প্রধান (২৮)।
×