ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে পিসিপি নেতা নিহত

প্রকাশিত: ২৩:১৪, ২১ অক্টোবর ২০২০

বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে পিসিপি নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২০ অক্টোবর ॥ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার বাবুপাড়া এলাকায় অস্ত্রধারী দুই সন্ত্রাসী দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম রিপন চাকমা ওরফে রতন (৩০) মঙ্গলবার বেলা দুইটায় এলাকার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের মতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঘাইছড়ি উপজেলায় প্রায় গোলাগুলির ঘটনা ঘটে থাকে। এটি তারই ধারাবাহিকতার একটি অংশ। নিহত যুবক সংস্কারপন্থী জেএসএস (এমএন) লারমা দলের সমর্থিত পিসিপি’র বাঘাইছড়ির কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছে, বেলা দুইটার সময় বাঘাইছড়ি বাবুপাড়া এলাকায় আঞ্চলিক দল জেএসএস ও সংস্কার সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষই সশস্ত্র হামলায় জড়িয়ে পড়ে। প্রচ- গুলি বিনিময় করে সেখানে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে রতন নিহত হয়।
×