ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স ডে পালন

প্রকাশিত: ২৩:০৪, ২১ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স ডে পালন

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণ যে কোন বিমানবন্দরের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সেই গুরুদায়িত্বই পালন করতে হয়। এটা শুধু বাংলাদেশ নয়Ñ বিশ্বব্যাপী। আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স ডে পালন উপলক্ষে এ কথা বলেন বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, প্রতি বছর ২০ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স ডে পালন করা হয়ে থাকে। নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরনের মতো দায়িত্বশীল ও ব্যতিক্রমধর্মী কাজকে জনসম্মুখ্যে তুলে ধরার জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এভিয়েশন সেক্টরের মাধ্যমে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে। তাই দেশ ও জনগণের স্বার্থে এ খাতের সঙ্গে যুক্ত সকলকে সমষ্টিগতভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দিনটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সমাবেশ ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত ও কর্মরত সকল কন্ট্রোলাররা, বিভিন্ন এয়ারলাইন্স প্রতিনিধি ও বিমান বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এটি একটি মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ আমিনুল ইসলাম।
×