ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনকালীন সরকার পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:০২, ২১ অক্টোবর ২০২০

নির্বাচনকালীন সরকার পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ॥ ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ অক্টোবর ॥ নির্বাচন কমিশন পুরোপুরিভাবে সরকারের এজেন্ডায় রূপান্তরিত হয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আবারও প্রমাণ করল যে আওয়ামী লীগের অধীনে ও দলীয় সরকারের অধীনে এদেশে কখনই সুষ্ঠু-অবাধ নির্বাচন সম্ভব নয়। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছে। যেখানে কেউ ভোট দিতে যায়নি। ১৫৪টি সিটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তারা। তখন থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এখন এই প্রক্রিয়া আরও তীব্র হয়েছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে।
×