ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নবজাতক মরিয়মের ঘটনায় চিকিৎসকদের কিছুটা ব্যর্থতা ছিল’

প্রকাশিত: ২৩:০০, ২১ অক্টোবর ২০২০

‘নবজাতক মরিয়মের ঘটনায় চিকিৎসকদের কিছুটা ব্যর্থতা ছিল’

স্টাফ রিপোর্টার ॥ দাফন করার ঠিক আগ মুহূর্তে নড়ে ওঠা নবজাতক মরিয়মের ঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের কিছুটা ব্যর্থতা ছিল। তবে তাদের দায়িত্বে অবহেলা ছিল না বলে দাবি করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। মঙ্গলবার হাসপাতালের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন জানান, এ ঘটনায় চিকিৎসকদের কিছুটা ব্যর্থতা থাকলেও তাদের গাফিলতি ছিল না। এটা ইচ্ছাকৃত ঘটনা নয়। তাদের প্রচেষ্টা ছিল শিশুটিকে বাঁচানোর জন্য। ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুটি অপরিণত ছিল। প্রথমে শিশুটির মাকে বাঁচানো গেছে। তবে বাচ্চা বেঁচে ছিল এমন কোন লক্ষণ তখন (লাইফ অব সাইন) দেখা যায়নি। প্রটোকল অনুযায়ী ৪৫ মিনিট ধরে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। যখন চিকিৎসকরা শিশুটির কোন স্পন্দন পায়নি তখন তারা মৃত ঘোষণা করেছেন। আসলে কিছু কিছু ক্ষেত্রে নবজাতক, সাপে কাটা রোগীদের মধ্যে এমন ঘটনা দেখা যায়। অনেকক্ষণ ধরেই বেঁচে আছে এমন লক্ষণ দেখা যায় না। কিন্তু পরবর্তীতে তারা বেঁচে যায়। তবে তা খুব বিরল। তিনি জানান, এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এজন্য কিছু সুপারিশও দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় পরবর্তী সময়গুলোতে চিকিৎসকরা কাজ করবেন। যারা এই সময়ে কাজ করেছে তারা হয়তো অভিজ্ঞ নন। তবে তাদের দায়িত্বে কোন অবহেলা ছিল না।
×