ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা ভার্সিটিতে এবার সরাসরি ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ২২:৫৭, ২১ অক্টোবর ২০২০

ঢাকা ভার্সিটিতে এবার সরাসরি ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ অনলাইনে নয়, আগের নিয়মেই সরাসরি ভর্র্তি পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্র্ষে শিক্ষার্র্থী ভর্র্তি করাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ২০০ নম্বরের পরিবর্তে এবার ১০০ নম্বরে ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরি করা হবে। ভর্র্তিচ্ছু পরীক্ষার্থী ঢাকায় না এসে স্ব-স্ব বিভাগে যাতে পরীক্ষা দিতে পারে সেই চিন্তাও করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে স্কুলে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ভর্তি পরীক্ষার বিষয়ে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে অনলাইনে পরীক্ষা না নিয়ে ভর্র্তি পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্র্ষে শিক্ষার্র্থী ভর্র্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্র্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভর্র্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানান। এবারের ভর্র্তি পরীক্ষার পূর্ণমান থাকবে ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০ এবং এমসিকিউ নম্বর ৩০। বাকি ২০ নম্বর পরীক্ষার্র্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলের ওপর ভিত্তি করে দেয়া হবে। ড. এএসএস মাকসুদ কামাল বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষা কেন্দ্র বিভাগভিত্তিক করার চিন্তা রয়েছে। ডিনস কমিটির ভর্র্তি পরীক্ষা সংক্রান্ত এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার পর চূড়ান্ত হবে। কবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তা জানতে চাইলে সভায় উপস্থিত থাকা একজন ডিন বলেন, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তির তারিখ নির্ধারণ করার বিষয়ে আলোচনা হয়েছে। গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলের ওপর ১০০ নম্বরের মূল্যায়ন হয়। বাকি ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ ৬০ নম্বর ও লিখিত অংশে ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গত শনিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল ওই সভায় দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। জানা গেছে, করোনা মহামারীর কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত অনেক উপাচার্যরা মত দিয়েছেন ওই বৈঠকে। তবে এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে অনেক শিক্ষার্থী। স্কুলের বার্ষিক পরীক্ষা নিয়ে আজ ঘোষণা ॥ মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে আজ বুধবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন। দুপুর ১২টায় এ প্রেস কনফারেন্স করা হবে। মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কীভাবে করা হবে নাকি হবে না, তা জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পাঠদানের ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালিয়ে আসছে সরকার।
×