ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণভাবে দুই শতাধিক স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ২২:৫৬, ২১ অক্টোবর ২০২০

শান্তিপূর্ণভাবে দুই শতাধিক স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দেশের দুই শতাধিক স্থানীয় সরকার পরিষদের নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশের ১৭৭টি ইউপির বিভিন্ন শূন্যপদে উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এছাড়াও বেশ কিছু ইউপিতে সাধারণ নির্বাচন, একটি উপজেলায় সাধারণ, আটটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই একটি স্থানীয় সরকার নির্বাচনে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বেশিরভাগ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। স্থানীয় এসব নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরীর গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক মোঃ শাহেদ গুরুতর আহত হন। এছাড়াও আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয়ের ভোটকেন্দ্র ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করেও ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। এদিকে কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়নের উপনির্বাচনের কাকৈইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আব্দুল করিম ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী সেলিমের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের ১০ কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। এদিকে পেরপেটি কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়। হামলা ও সংঘর্ষের ঘটনায় কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তিন তরুণীকে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৩টায় চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি ৫৬,১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬৭ এবং বিএনপি’র প্রার্থী মোঃ মতিয়ার রহমান খান পেয়েছেন ৬৭৩ ভোট। মঙ্গলবার শরণখোলা উপজেলায় চেয়ারম্যান পদে ৩৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ রাত ৮ টায় বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন। কুমিল্লা ॥ বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদসহ জেলার বিভিন্ন উপজেলার ১০ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম ছিল। এদিকে নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগে জেলার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সাইফুল আলম ভুঁইয়া ও জেলার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী মোঃ পারভেজ হোসেন মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোট বর্জন করেন। এছাড়া দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা ও ছিনতাইসহ নানা অভিযোগে দাউদকান্দি উপজেলার ২টি কেন্দ্রের ভোটগ্রহণ নির্বাচন কমিশন থেকে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার বরুড়ার আদ্রা ইউনিয়নের উপনির্বাচনের কাকৈইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আব্দুল করিম ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী সেলিমের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের ১০ কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। এদিকে পেরপেটি কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়। হামলা ও সংঘর্ষের ঘটনায় কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তিন তরুণীকে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৩টায় চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দ-প্রাপ্তরা হলেন- চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (২০), হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার (২০) ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতান (২০)। ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, ওই তিন তরুণী জাল ভোট দেয়ার চেষ্টা করেন। তারা যে নামে ভোট দিতে এসেছিলেন তালিকার সঙ্গে সেই নামের মিল নেই। এর মধ্যে একজনের ভোট আগেই দেয়া হয়েছিল। সবকিছু যাচাই-বাছাই করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। মৌলভীবাজার ॥ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান চশমা প্রতীক নিয়ে ৬৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) পেয়েছেন ২০১ ভোট। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ২টা পর্যন্ত। ১৫টি কেন্দ্রে ৯৪৪ জন ভোটারের মধ্যে প্রাপ্ত বৈধ ভোট হয়েছে ৯৩৪টি। যশোর ॥ দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে থাকে। নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ থাকলেও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। বিএনপি অভিযোগ করেছে, দেড় শতাধিক কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। অভিযোগে আরও বলা হয়েছে, পৌরসভার মধ্যে সেবাসংঘ স্কুল, সম্মেলনী স্কুল ও চুড়িপট্টি কেন্দ্রে থেমে থেমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। নওগাঁ ॥ নওগাঁর মান্দায় কর্মীদের মারপিট, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, ভোটারদের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী মকলেছুর রহমান মকে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দুইটি ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী নুরুল আমিন। অপরদিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়েন চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন, মরহুম চেয়ারম্যান শাহজাহান কামালের পতœী নৌকার প্রার্থী রেখা বেগম। দুইটি ইউনিয়নে যথাক্রমে জুলাই মাসে কেরোয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শাহজাহান কামাল এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আসন দুইটি শূন্য হয়। জেলা নির্বাচন অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। তিনি ১২ হাজার ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. সিরাজ মোড়ল চশমা প্রতীকে ৫ হাজার ৮৯৭ ভোট পান। ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর নৌকা প্রতীকের প্রার্থী অলিউল ইসলাম অলিকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন। হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বাবুল হোসেন খান বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল হোসেন খান নৌকা প্রতীক নিয়ে ৭৩০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ হোসেন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৪১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলফাজ মিয়া পেয়েছে ২ হাজার ২৫০ ভোট। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৪ হাজার ৬৪৭ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রসঙ্গত, গত ২৯ জুলাই শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
×