ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে বন্ধে মতবিনিময়

প্রকাশিত: ২১:৪১, ২১ অক্টোবর ২০২০

বাল্যবিয়ে বন্ধে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ অক্টোবর ॥ যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে প্রধান শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্রাগার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। ব্র্যাকের জেলা সমন্বয়কারী নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ ও জেলা যৌন হয়রানি নির্মূল নেটওয়ার্কের আহ্বায়ক অধ্যাপক মনতোষ কুমার দে। তালায় জলাবদ্ধতা নিরসন দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালা উপজেলার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভূমিজ ফাউন্ডেশন, উপজেলা নাগরিক কমিটি, প্রেসক্লাব ও পানি কমিটি যৌথভাবে স্থানীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার। পরে তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
×