ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পায়ের রগ কেটে কৃষককে হত্যা

প্রকাশিত: ২১:৩৮, ২১ অক্টোবর ২০২০

রাজশাহীতে পায়ের রগ কেটে কৃষককে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় ওহির বক্স (৪০) নামের এক কৃষকের দুই পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া বাজারসংলগ্ন একটি ধানখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার দুই পায়ের রগ কাটা রয়েছে। এতে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পায়ের রগ কেটে তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। নিহত ওহির বক্স নয়াপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন। থানার ওসি রেজাউল ইসলাম জানান, ওহির বক্স গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরের দিন সকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি ধানখেতের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২০ অক্টোবর ॥ ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় বাসের ধাক্কায় করিম মোল্লা (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম মোল্লা সদর উপজেলার বেড়াদি গ্রামের মৃত ইয়ামিন মোল্লার ছেলে। জানা গেছে, বেড়াদি গ্রামের ভ্যানচালক করিম মোল্লা সকালে কলা নিয়ে বাইসাইকেলযোগে শহরের কলার বাজারে আসছিলেন। পথে বাজারের পাশে পৌঁছলে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী রাসেল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে পড়ে যান। সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুরে বৃদ্ধা স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বিরামপুর উপজেলা পল্লীতে মোটরসাইকেলের ধাক্কায় কুলছুমা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলার টেগরা তকিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুলছুমা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী। মঙ্গলবার দুপুরে কুলছুমা বেগম গ্রামের রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ায় প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ম-ল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি আব্দুল মজিদ ম-লের প্রায় ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তারই বিয়াই জাহাঙ্গীর আলমকে মঙ্গলবার দুপুরে শহরের এস এস রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম শহরের মোক্তারপাড়া মহল্লার মৃত মনছুর রহমানের ছেলে। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে ম-ল গ্রুপের প্রতিষ্ঠান মণ্ডল অটো ব্রিক্স লিমিটেডের প্রতিনিধি আওলাদ হোসেন বাদী হয়ে ১২ কোটি দুই লাখ টাকারও বেশি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগ এনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দুপুরের দিকে শহরের এস এস রোড এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। জনতার হাতে পাকড়াও আসামি নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২০ অক্টোবর ॥ বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর থেকে ইয়াবা সম্রাট ১৪ মামলার আসামি আবদুল মতিন ওরফে বতিয়াকে (৪০) ইয়াবা বিক্রিকালে জনতা সোমবার রাত ৯টার দিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কাজীনগর সরফ বাড়ির মৃত তবারক উল্যার পুত্র আবদুল মতিন ওরফে বতিয়াকে দক্ষিণ নাজিরপুর এলাকায় জনতার সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩৭টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। সুন্দরবনে এবার রাসমেলা হচ্ছে না স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ করোনা দুর্যোগের কারণে এবার রাস উৎসবের মেলা অনুষ্ঠিত হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্থান যথাযথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রের প্রেক্ষিতে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পূর্ব সুন্দরবন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা শেষে মঙ্গলবার দুপুরে সুন্দরবন দুবলাচর রাস উদযাপন জাতীয় কমিটির সভাপতি কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে এই রাস উৎসব ও ৩ দিনের মেলা অনুষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে দেশী-বিদেশী হাজার হাজার পর্যটক ও পুণ্যার্থীর মিলনে মুখরিত হয়ে ওঠে। ১৩৬ বছরের ঐতিহ্যবাহী এই রাস উৎসব মেলা ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে গত বছরও অনুষ্ঠিত হতে পারেনি।
×