ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অবৈধ জর্দা কারখানার সন্ধান

প্রকাশিত: ২১:৩৭, ২১ অক্টোবর ২০২০

চট্টগ্রামে অবৈধ জর্দা কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকায় একটি অবৈধ জর্দ্দা তৈরির কারখানার সন্ধান মিলেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ও অবৈধ জর্দ্দা উদ্ধার হয়। এতে এক কোটি একত্রিশ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা পড়ে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার এনামুল হক জানান, চন্দনপুরা দেওয়ানবাজার এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটির নাম সাগর কেমিক্যাল এ্যান্ড কোম্পানি। এ কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ জর্দ্দা উৎপাদন করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় কোন ধরনের অনুমোদন ছিল না। কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেন ১২ হাজার কৌটা ৩ হাজার ৮৪০ প্যাকেট জর্দ্দা, ৭২ বস্তার জর্দ্দা তৈরির উপকরণ, ৪৬ বস্তা খালি কৌটা, জর্দ্দা কোটাজাত করার দুটি মেশিন, একটি প্যাকেজিং মেশিন এবং জর্দ্দা তৈরি ও মোড়কজাত করার বিভিন্ন উপকরণ।
×