ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ২১:৩৬, ২১ অক্টোবর ২০২০

বাউবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের একমাত্র দূরশিক্ষণ ও উন্মুক্ত শিক্ষানির্ভর উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বুধবার এ বিশ্ববিদ্যালয়টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাউবি বর্তমান সরকারের ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সোনার বাংলা সৃজনে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এক খোলা চিঠিতে এ প্রত্যয় ঘোষণা করেন। মঙ্গলবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (চুক্তিভিত্তিক) মোঃ আবুল কাশেম শিখদার জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ২৬ হাজার সংযুক্ত শিক্ষক, স্টাডি সেন্টারের সমন্বয়কারী, ৬ লাখ শিক্ষার্থীর নিকট এক খোলা চিঠিতে এ প্রত্যয় ঘোষণা দিয়েছেন। বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান জানান, ১৯৯২ সালে ২১ অক্টোবর এ বিশ্ববিদ্যালয়টি গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বুধবার এ বিশ্ববিদ্যালয়টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ভিন্নমাত্রায় পালিত হচ্ছে।
×